জেলা

মাধ্যমিকের হলে ঢুকে প্রশ্নপত্রের ছবি তোলার অভিযোগে দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ

 মাধ্যমিকের প্রশ্নপত্রের ছবি তোলার অভিযোগে দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে কোড ব্যবহার করা হয়েছিল, সেখানে দেখা যায় মালদহের দুই পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলেছিল। তারপরেই তড়িঘড়ি পর্ষদ তদন্ত নামে। সেখানেই পরীক্ষার্থী দুজনের নাম উঠে আসে। দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, কী করে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত ঢুকে গেল ওই দুই পরীক্ষার্থী, তা নিয়ে শাস্তির মুখে পড়তে চলেছেন স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা। এই ঘটনায় ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার অভিযোগ উঠেছে দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে। আজ শুক্রবার থেকে রাজ্যে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এ বারের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। প্রশ্নপত্র ফাঁস রুখতে নিরাপত্তা নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্ন ফাঁস রুখতে প্রশ্নপত্রের উপরেই কোডের ব্যবহার করা হয়েছে। যে কোডের মাধ্যমে পরীক্ষার্থীদের চিহ্নিত করা যাবে কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। প্রশ্নপত্রের প্রত্যেকটি পাতায় এই কোডের ব্যবহার করেছে মধ্যশিক্ষা পর্ষদ।