শেখ শাহজাহান গ্রেফতারের পরপর বৃহস্পতিবারই আমির আলি গাজি নামে এক ব্যক্তিকে ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। কিন্তু কে এই আমির আলি গাজি ? ভবানী ভবন সূত্রের খবর, এই আমির আলি গাজি মূলত শাহজাহানের ডান হাত বলে পরিচিত ৷ সন্দেশখালিতে অত্যাচার নির্যাতন চালানোর যে অভিযোগ সেখানকার মহিলারা করেছে বারবার, সেটা শেখ শাহজাহানের সঙ্গে একইভাবে চালাতো আমির আলি গাজিও। জানা গিয়েছে, শেখ শাহজাহানের ধরপাকরের খবর পেয়েই প্রথমেই ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন এলাকা থেকে থেকে বাইরের রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল আমির আলি গাজি। বুধবার রাতেই ঝারখণ্ড পুলিশের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন এই রাজ্যের তদন্তকারী আধিকারিকরা ৷ এর পরেই ঝারখণ্ড এবং বাংলার যে সীমান্ত রয়েছে তার উপর বিশেষ নজরদারি চালানো হয়। এর পরেই আমির আলি গাজির ফোন লোকেশন ট্র্যাক করতে থাকেন সিআইডির গোয়েন্দারা। ভবানী ভবন সূত্রে খবর, ইতিমধ্যেই আমির আলি গাজিকে ঝাড়খণ্ড সীমানা থাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রাজ্যের সিআইডির কর্তারা। শাহজাহানের সঙ্গে আমির আলি গাজির কী সম্পর্ক ছিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, আমির আলি গাজিকে কলকাতায় ভবানী ভবনে নিয়ে এসে শেখ শাহজাহানের সঙ্গে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারেন সিআইডির কর্তারা। সিআইডি সূত্রে খবর, আমির আলি গাজির বিরুদ্ধে গণধর্ষনের অভিযোগও রয়েছে ৷ আর সেই মামলাতেই এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷