এবার মিড–ডে মিলে পড়ুয়াদের মুরগির মাংস খাওয়ানো হবে। দেওয়া হবে মরসুমি ফলও। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানুয়ারি মাস থেকেই রাজ্যের সরকারি স্কুলে মিড ডে মিলে ডাল, ভাত, তরকারির সঙ্গে এবার থেকে মুরগির মাংস দেওয়া হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা। সূত্রের খবর, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আগামী ৪ মাস— মিড–ডে মিলে সপ্তাহে তিনদিন মিলবে চিকেন। দেওয়া হবে ডিম এবং মরসুমি ফল। সূত্রের খবর, মিড–ডে মিলে মুরগির মাংস এবং ফলের জন্য ইতিমধ্যে ৩৭২ কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার। প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ করেছে নবান্ন। ইতিমধ্যে মিড–ডে মিল নিয়ে নয়া সিদ্ধান্তের কথা জেলাশাসকদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।