কলকাতা

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে অবৈধ ঘোষণা করল কলকাতা হাইকোর্ট

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে অবৈধ বলে জানাল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন । বিচারপতি তাঁর নির্দেশে আজ বলেন, “নতুন ভাবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন করতে হবে । এর জন্য তৈরি করতে হবে অ্যাডহক কমিটি । আগামী ১ অগাস্ট থেকে অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের দায়িত্ব গ্রহণ করবে । নতুন ভাবে নির্বাচন সংঘটিত করার জন্যই এই কমিটি গঠন করতে হবে ।” বিচারপতি ভট্টাচার্যের নির্দেশ, অক্টোবরের মধ্যে নতুন নির্বাচনের ফলাফল ঘোষণা করতে হবে । নভেম্বরে নতুন ভাবে দায়িত্ব নেবে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নতুন কমিটি । নির্বাচন না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটি শুধুমাত্র আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে আদালত । চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাতিল বা অন্য কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না এই অ্যাডহক কমিটি। মামলাকারী কুণাল সাহার বক্তব্য ছিল, নির্দিষ্ট আইন অনুযায়ী মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন করা হয়নি । যদিও মেডিক্যাল কাউন্সিলের তরফে এই বক্তব্যের বিরোধিতা করে বলা হয়, “মামলাকারী কুণাল সাহা একজন প্রবাসী ভারতীয় ৷ তিনি এই ভাবে মামলা করতে পারেন না । ভারতীয় সংবিধান অনুযায়ী তিনি একজন বিদেশি । সর্বোপরি এটা একটা জনস্বার্থ মামলা ।” কিন্তু বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তাঁর নির্দেশে জানান, এর আগে ২০১৮ সালেও কুণাল সাহার বিরুদ্ধে একই অভিযোগ এনেছিল কাউন্সিল । 2018 সালের জুলাই মাসে মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন হয় ।