দার্জিলিং থেকে ৩০ কোটি টাকার বাজারমূল্যের সাপের বিষ বাজেয়াপ্ত করল পশ্চিমবঙ্গ বন দপ্তরের আধিকারিকরা। রবিবার দার্জিলিং জেলার ঘোষপুকুর ফরেস্ট রেঞ্জ থেকে ওই সাপের বিষ বাজেয়াপ্ত করার পাশাপাশি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ সারাফত। সে উত্তর দিনাজপুরের বাসিন্দা। এপ্রসঙ্গে ঘোষপুকুর ফরেস্ট রেঞ্জের রেঞ্জার সোনাম ভুটিয়া জানান, ধৃতের কাছে একটি ক্রিস্টাল জারের মধ্যে থেকে ২.৪ কেজি ওজনের সাপের বিষ বাজেয়াপ্ত করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি গ্রাম বিষের যা দাম তা অনুযায়ী ওই বিষের মূল্য ৩০ কোটি। ফ্রান্স থেকে আসা ওই বিষ বাংলাদেশ হয়ে ভারতে এসেছিল। কারণ ওই ক্রিস্টাল জারের গায়ে ফ্রান্সের ট্যাগ লাগানো ছিল। মনে করা হচ্ছে ওই বিষের জার নেপাল হয়ে চিনের পাচার করা হত। তিনি আরও জানান, আমাদের কাজে খবর আসে সারাফত নামে এক ব্যক্তি মোটর সাইকেলে করে ওই সাপের বিষ নিয়ে ঘোষপুকুর ফরেস্ট রেঞ্জ এলাকা দিয়ে যাচ্ছে। এরপরই বন দপ্তরের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে।