পঞ্চায়েত ভোটের গণনার দিন আবার উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়। মঙ্গলবার রাতে গণনা চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ আইএসএফ কর্মী-সহ ৩ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে এই হিংসা নিয়ে রিপোর্ট তলব করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।