কলকাতা

স্বামীজীর জন্মদিন উপলক্ষে শীতের রাতে দুঃস্থ ও অসহায় মানুষদের কম্বল বিতরণ করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি

ইশিতা উপাধ্যায়, কলকাতাঃ ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈস্বর’। স্বামী বিবেকানন্দের জন্মদিনের পুণ্যলগ্নে স্বামীজির এই বাণীকেই অনুসরণ করে পথে নামলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি বিজন সরকার ও তৃণমূল শিক্ষক সমিতির শিক্ষকরা। শিক্ষক মানেই তো সমাজ গরার কারিগর। তাঁদের হাত ধরেই তৈরি হয় আগামীর সমাজ। শিক্ষকরাই আমাদের জীবনের পথ দেখান, তাঁদের দেখানো সেই পথ অনুসরণ করেই আমরা জীবনের লক্ষে এগিয়ে যাই। বিজন সরকার ও অন্যান্য জেলার শিক্ষকরা তেমনই এক শিক্ষণীয় কর্মকান্ডে ঝাঁপিয়ে পরলেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সমাজের দুঃস্থ,অসহায় মানুষকে শীতের রাতে কম্বল বিতরণ করলেন তাঁরা। ১২ জানুয়ারি রাত ১২টা ০১ মিনিট থেকে শুরু করে ভোর ৪টে ৩০মিনিট পর্যন্ত কম্বল বিতরণ করেন বিজন বাবুরা। মল্লিকবাজার, শিয়ালদহ, বাইপাস সংলগ্ন অঞ্চল, পাইকপাড়া থেকে শুরু করে কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই কনকনে ঠান্ডার রাতে রাস্তায় শুয়ে থাকা অসহায় মানুষদের গায়ে কম্বল পড়িয়ে দেন তাঁরা। এমন এক মহান দিনে সমাজের অসহায় খোলা আকাশের নীচে থাকা এই মাওনুষগুলোর পাশে থেকে তাঁদের জীবন যুদ্ধের কথা শুনলেন বিজন বাবুরা। আগামীতেও এমনভাবেই এই মানুষগুলোর পাশে যাতে তাঁরা থাকতে পারেন তার অঙ্গিকারও নিলেন তাঁরা।