কলকাতা

রাজ্য জুড়ে শীতের আমেজ, হুড় মুড়িয়ে নামছে পারদ

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পারদ পতন। স্বাভাবিকের থেকে কমেছে কলকাতার তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়ায় ইতিমধ্যেই ১১ ডিগ্রির ঘরে নেমেছে পারদ। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কিছুটা নামারই ইঙ্গিত মিলছে। গত সপ্তাহে আকাশের মুখ প্রধানত ভারই থেকেছে। তবে সেই মেঘ কাটতেই ঝলমলিয়ে উঠেছে রোদ। আর আকাশ পরিষ্কার হতেই নামছে তাপমাত্রাও।  মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.‌৭ ডিগ্রি। আর সর্বোচ্চ ২৪.‌৭ ডিগ্রি। ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ১১ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। রয়েছে কনকনে হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতার তাপমাত্রা আরও কিছুটা নেমে রাতে ১৪ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। তবে বুধবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।