বঙ্গে এক ধাক্কায় নামলো তাপমাত্রার পারদ অনেকটা। আগামীকাল শুক্রবার ৪ঠা ফেব্রুয়ারি ও ৫ই ফেব্রুয়ারি শনিবার বঙ্গে তাপমাত্রা আরোও কমবে। আগামী সপ্তাহের সোমবার আবার ঠান্ডা কমে গরম বাড়বে। ফের ৯ই ফেব্রুয়ারি থেকে আবার ঠান্ডা পড়বে। অর্থাৎ এই একটানা ঠান্ডা বা একটানা গরম আপাতত থাকবে না বঙ্গে । বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, আগেই যেরকম বলা হয়েছিল তাপমাত্রা কমবে ঠিক তেমনি তাপমাত্রা অনেক কমেছে। এই মুহূর্তে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা এসে দাঁড়িয়েছে ১৬.৫ ডিগ্রিতে। এই যে টেম্পারেচার টি কমেছে আগামী ৪৮ ঘণ্টায় আরো একটু টেম্পারেচার কমবে। ৬ ফেব্রুয়ারি থেকে আবার একটু টেম্পারেচার বাড়বে। ৯ ফেব্রুয়ারি থেকে আবার একটু টেম্পারেচার কমবে। তাপমাত্রা এরকম আপডাউন করতে থাকবে। তবে যেভাবে তাপমাত্রা শুরু করেছিল আপাতত তা হবে না ।এই মুহূর্তে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই সারা রাজ্যে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ৪৮ ঘন্টা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে আগামী ৪৮ ঘণ্টায়। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই।