কলকাতা

শহর থেকে উধাও শীত, সপ্তাহান্তে শীত পড়ার সম্ভাবনা

শহর থেকে উধাও শীত। ক্রমশ উর্ধ্বমুখী পারদ। যদিও সকালে কুয়াশা থাকবে পরে পরিষ্কার আকাশ থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরেই থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শেষের দিকে ফের নামতে পারে পারদ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় আজ পরিষ্কার আকাশ থাকবে, তবে সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে । আগামী ২৪ ঘন্টা একই রকম থাকবে আবহাওয়া। শনিবার থেকে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি থেকে বেড়ে ১৭.৭ ডিগ্রি হতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি থেকে বেড়ে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রয়েছে ন্যূনতম ৩৯ থেকে সর্বাধিক ৯৮ শতাংশ।