ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে যখন আজ, রবিবার সারাদিনে ১৫ উইকেট পড়ল, তখন ঢাকায় পড়ল ১৭ উইকেট। বাংলাদেশের সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন চুরমার করে দিলেন ক্যারিবিয়ান স্পিনাররা। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে আজ সারাদিনে পড়ল ১৭ উইকেট। জয় থেকে ১৮ রান দূরে বাংলাদেশ থামায় ২-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪০৯ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৯৬। এরপর আজ দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। তাইজুল ইসলাম চারটি উইকেট নেন। জবাবে ভালো শুরু করেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। যদিও শেষে ক্যারিবিয়ান স্পিনারদের দাপটে জয় থেকে ১৮ রান দূরে আটকে যায় বাংলাদেশ। তামিম ইকবালের ৫০ ও মেহেদি হাসান মিরাজের ৩১ ছাড়া কেউ বলার মতো রান করেননি। বাংলাদেশ অল আউট হয়ে যায় ২১৩ রানে। বোলিং ওপেন করে দীর্ঘদেহী ক্যারিবিয়ান স্পিনার রাহকিম কর্নওয়াল ১০৫ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। জমেল ওয়ারিকান ও ক্রেগ ব্রেথওয়েট তিনটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা বিপক্ষের সব উইকেট তুলে নিলেন, এই ঘটনা ঘটল ৬৫ বছর পর। দুই দলের জেতার সম্ভাবনা থাকায় যখন চতুর্থ দিনের খেলায় ৩০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করা হয় তখন বাংলাদেশের দরকার ছিল ৫০ রান, ওয়েস্ট ইন্ডিজের ২ উইকেট। রুদ্ধশ্বাস ম্যাচে অবশ্য শেষ হাসি হাসে ক্রেগ ব্রেথওয়েটের দল। চেন্নাইতেও যখন বিপক্ষকে কোণঠাসা করে দিলেন অশ্বিন, তখন ম্যাচে ৯ উইকেট নিয়ে দলকে জেতালেন ক্যারিবিয়ান স্পিনার কর্নওয়াল। ম্যাচের সেরাও হয়েছেন তিনিই।