দীর্ঘ ২ ঘণ্টার বিভ্রাটের পর স্বাভাবিকের পথে হোয়াটসঅ্যাপ পরিষেবা। মঙ্গলবার দুপুর ১২.০৭ নাগাদ হঠাৎই বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ পরিষেবা। বেশিরভাগ ব্যবহারকারীরা জানাচ্ছেন, মেসেজ আদানপ্রদানে সমস্যা হচ্ছিল। দেওয়া যাচ্ছিল না স্ট্যাটাসও। ভারতে দুপুর ১টার কিছুক্ষণ আগে থেকে সমস্যা দেখা দিতে শুরু করে। ভারতের পাশাপাশি ইতালি, তুরস্কতেও এই সমস্যা দেখা দিয়েছে। ব্যবহারকারীরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত এটাই জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের সবথেকে লম্বা ব্রেকডাউন। মেটা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল তারাঁ কাজ শুরু করে দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা ঠিক হয়ে যাবে। সেই কথা মতই দুপুর ২.১৫ নাগাদ স্বাভাবিক হয়ে যায় হোয়াটসঅ্যাপ পরিষেবা। বিশ্বজুড়ে প্রায় ২ বিলিয়নেরও বেশি ব্যবহারকারী যোগাযোগ এবং অর্থপ্রদানের জন্য নির্ভর করে থাকেন হোয়াটসঅ্যাপের ওপর।