বিদেশ

ভারতের প্রধানমন্ত্রী মোদিকে গণতন্ত্র ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন করায় হেনস্তার শিকার মার্কিন সাংবাদিক

হেনস্তার ঘটনায় তীব্র প্রতিবাদ হোয়াইট হাউস

মার্কিন মুলুকে দেখা গিয়েছিল সেই বিরল দৃশ্য। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনিতে সাংবাদিক বৈঠক যে প্রধানমন্ত্রীর মোটেই পছন্দের নয়, একথা প্রায় সবারই জানা। কিন্তু প্রথা অনুযায়ী আধিকারিকভাবে কোনও রাষ্ট্রপ্রধান মার্কিন সফরে গেলে তাঁকে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে সাংবাদিক বৈঠকে সামিল হতে হয়। গুটিকয়েক প্রশ্নের শর্তে হলেও সাংবাদিকদের সামনে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই এক প্রশ্ন করে বসেন ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিক। দেশে গণতন্ত্র ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে করা এই প্রশ্নে স্বভাবতই বিড়ম্বনায় পড়েন প্রধানমন্ত্রী। কারণ এই দুই বিষয় নিয়ে ঘরে বাইরে নানা সময় নানা অভিযোগের মুখে পড়ে মোদি সরকার। দায়সারা উত্তর দিয়েই বিশ্ব মঞ্চে এই অস্বস্তিকর প্রশ্নের থেকে পিছু ছানান তিনি। আর এতেই সামাজিক মাধ্যমে চরম হেনস্তার মুখে পড়তে হল ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক সাব্রিনা সিদ্দিকিকে। ভারতীয়দের তরফে তাঁকে অনলাইনে হেনস্তা করা হয় বলে অভিযোগ। সাব্রিনার প্রশ্ন প্রকাশ্যে আসার পর তাঁর প্রোফাইলে কার্যত ঝাঁপিয়ে পড়েন মোদি ভক্তরা। হোয়াইট হাউস এই ঘটনার নিন্দা করেছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউস মুখপাত্র বলেন, সাব্রিনা সিদ্দিকিকে অনলাইন হেনস্তার বিষয়ে আমরা অবগত। এটি কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ধরণের ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। এর ফলে সামগ্রিকভাবে ভারতের ভাবমূর্তিই ক্ষুণ্ণ হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।