জেলা

‘আমার ভিডিও ভাইরাল করে অপমান করলেন কেন’? থানায় গেলেন চোপড়ার নির্যাতিতা

সম্প্রতি ভাইরাল হয়েছিল একটি ভিডিও। সেখানে দেখা যায় এক তরুণী ও এক যুবককে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারছে এক যুবক। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। এদিকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। গ্রেফতার হয় চোপড়ার তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। চোপড়ার ঘটনাকে ঘিরে তৃণমূলকে একহাত নিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। এদিকে গোটা দেশ যখন শিউরে উঠছে এই ভিডিয়ো দেখে, আন্দোলনে নামছে বিরোধীরা তখনই এনিয়ে মুখ খুললেন ওই নির্যাতিতা। তাঁর একটি ভিডিয়ো সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে আসে। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ।সেখানে ওই মহিলাকে বলতে শোনা গিয়েছে, ‘আমার যে ভিডিয়োটি ভাইরাল করেছে, আমি জানি না কে বা কারা ভাইরাল করেছে। থানায় আমি অভিযোগ জানিয়েছি। লিখিত দিয়েছি। আমার মান সম্মান নষ্ট করেছে। আমার অনুমতি ছাড়া ভিডিয়োটি ভাইরাল করেছে। ওই ভাইরালকারী ব্যক্তির বিরুদ্ধে থানায় জানিয়েছি। ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হোক। পুলিশকে অনুরোধ করেছি। পুলিশের উপর আমার আস্থা আর ভরসা আছে। পুলিশকে অনুরোধ করছি যে ভাইরাল করল তাকে শাস্তি দেওয়া হোক। ’