কলকাতা

‘এখনও সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়নি কেন? আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাব, শুরু তুমি করেছ, শেষ আমরা করবো’, তোপ অভিষেকের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সিবিআইকে এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের এতদিন কেটে গেলেও ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হননি কেন প্রশ্ন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “৪ দিন পুলিশের হাতে কেস ছিল। তার পর থেকে সিবিআইয়ের হাতে। এই কাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়নি কেন সিবিআই জবাব দিক।” আর জি কর কাণ্ডে ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন উঠছে। হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টেও ঘটনার দিনে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীদের একাংশও সন্দীপের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছে। সিবিআই এই ঘটনার তদন্তভার নেওয়ার পর প্রায় প্রতিদিন জেরার মুখোমুখি হয়েছেন সন্দীপ। এমনকী আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁর বাড়িতে তল্লাশি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তাঁকে গ্রেপ্তার করেনি সিবিআই। সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে অভিষেক এদিনের সভা থেকে বলেন, “৪ দিন পুলিশের হাতে কেস ছিল। একজন গ্রেপ্তার করেছিল পুলিশ। তার পর থেকে সিবিআইয়ের হাতে। এখনও পর্যন্ত খুন ও ধর্ষণকাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়নি সিবিআইকে জবাব দিতে হবে।সাধারণ মানুষ  বলছে বিচার চায়। আমরা বলছি বিচার চাই। এই ঘটনার সবাই বিচার চায়। বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।” আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে দেশ জুড়ে হয়েছে প্রতিবাদ। ১৪ অগাস্ট মহিলাদের নেতৃত্বে সারা রাজ্যেই স্বতঃস্ফূর্তভাবে রাতে প্রতিবাদে নেমেছিলেন মহিলারা। প্রত্যেকের দাবি ছিল একটাই, অপরাধীদের ফাঁসি চাই। এবার ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে ১৪ অগাস্টের রাতদখলকে সমর্থন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আরজি কর আন্দোলনকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা সবাই বিচার চাই৷ আরজি কর আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাব৷ আমি কথা রাখার ছেলে৷ শুরু তুমি করেছ, শেষ আমরা করব”।