সম্পাদকীয়

সেবির কমিটিতে আদানির বেয়াই, সেই জন্যই কি শেয়ার ঘোটালা নিয়ে চুপ নিয়ন্ত্রক সংস্থা! উঠছে প্রশ্ন

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মহা ঘোটালার অভিযোগ নিয়ে দেশ জুড়ে হইচই শুরু হয়েছে। স্টেট ব্যাঙ্ক, এলআইসিতে কোটি কোটি মানুষের গচ্ছিত টাকার কী হবে, তা নিয়ে সকলে উদ্বিগ্ন। সেই ঘোটালা সামনে এসেছে দিন কয়েক হয়ে গেল। তা নিয়ে আজ পর্যন্ত চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রের তাবড় মাথারা।  এই পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক-সহ অন্য ব্যাঙ্ক এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলির কাছে রিজার্ভ ব্যাঙ্ক জানতে চেয়েছে, আদানি গোষ্ঠী কাদের কাছ থেকে কত ঋণ নিয়েছে। সূত্রের খবর, দেশের সব চেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক আদানি গোষ্ঠীকে বিপুল পরিমাণ ঋণ দিয়েছে। কিন্তু তা নিয়ে মুখে কুলুপ স্টেট ব্যাঙ্কেরও। বিরোধীরা এই ইস্যুতে সংসদের বাইরে এবং ভিতরে চেপে ধরতে চাইছে সরকারকে। এরই মধ্যে প্রশ্ন উঠেছে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবির ভূমিকা নিয়ে। সেবি কেন চুপ, বলছেন অর্থনীতির বিশেষজ্ঞরা। আবার কেউ কেউ বলছেন, সেবি মুখ খুলবে কী করে। তার টিকিও তো আদানিদের কাছে বাঁধা।  কর্পোরেট গভর্ন্যান্স আর ইনসাইডার ট্রেডিংয়ের উপর নজরদারি করার জন্য রাখা সেবির যে কমিটি রয়েছে, তার এক সদস্য হলেন সিরিল সুরেশ স্রফ। এই সিরিলের মেয়ে পরিধি স্রফের  বিয়ে হয়েছে করণ আদানির সঙ্গে। কে এই করণ আদানি? করণ হলেন আদানি পোর্টস অ্যান্ড এসইজেডের সিইও । তার থেকেও বড় পরিচয় হল তিনি গৌতম আদানির ছেলে। এই কারণেই কি আদানির বিপাকে পড়া নিয়ে সেবি চুপ, এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। দেশের শিল্প মহলে এ ব্যাপারে উঠছে প্রশ্ন।