জেলা

দাম্পত্য কলহের জের! স্বামীকে তালাবন্ধ করে বাড়িতে আগুন ধরিয়ে দিল স্ত্রী

দাম্পত্য কলহের জের! স্বামীকে বাড়িতে তালাবন্ধ করে রেখে বাড়িতে আগুন ধরিয়ে দিল স্ত্রী। আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার কুরুমগ্রাম গ্রাম পঞ্চায়েতের হাজারপুর গ্রামের। জানা গিয়েছে, আজ রবিবার ওই গ্রামের বাসিন্দা মান্নার শায়ের সঙ্গে তাঁর স্ত্রী রেজিনা বিবির প্রচন্ড ঝগড়া হয়। এ অবস্থায় মান্নার শা ঘরে ঢুকলে তার স্ত্রী দরজা তালাবন্ধ করে দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।  আগুনে বাড়িটি ভস্মীভূত হয়ে গেলেও কোনও রকমে প্রাণে বেঁচে যান স্বামী।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনের শিখা আর ধোঁয়া দেখে গ্রামবাসীরা ছুটে যান। প্রাথমিকভাবে তাঁরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। এদিকে, ঘটনার পর থেকে রোজিনার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।  ঘটনাস্থলে গিয়েছে নলহাটি থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।