জেলা

মালবাজারনাগরাকাটায় বামনডাঙা চা-বাগানে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা-বাগানে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রকাশ ওঁরাও। বয়স ৩২ বছর। বাড়ি চা-বাগানের জয়বাংলা লাইনে।  জানা গিয়েছে, এদিন সকালে প্রকাশ ওঁরাও বামনডাঙা চা-বাগানের মাঠে শৌচকর্ম সারতে গিয়েছিলেন। সেই সময় জঙ্গল থেকে আচমকাই একটি হাতি বেরিয়ে আসে ও প্রকাশকে আক্রমণ করে। হাতিটি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে শূন্যে তুলে নিয়ে আছাড় মারে। স্থানীয় বাসিন্দারা হাতিটিকে তাড়িয়ে প্রকাশ ওঁরাওকে উদ্ধার করেন এবং প্রথমে তাঁকে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মৃতের ভাই বিজয় ওঁরাও বলেন, সকালের দিকে কুয়াশার কারণে হাতিকে দেখতেই পাননি তাঁর দাদা। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটল। শোকার্ত গোটা পরিবার, সমস্ত এলাকা।