দেশ

Siddaramaiah : ‘প্রধানমন্ত্রীর পদ দেওয়া হলেও বিজেপিতে যাব না’, কটাক্ষ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

প্রধানমন্ত্রীর পদ দেওয়া হলেও তিনি কখনও বিজেপিতে যোগদান করবেন না। স্পষ্ট জানিয়ে দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। লোকসভা ভোটের আগে সুর চড়িয়ে তিনি বলেন, বিজেপি বা আরএসএস কেউই দেশের উন্নতি করতে পারবে না। সাধারণ মানুষকে বোকা বানানোর কাজটি তারা সুন্দরভাবে করে চলেছে। যারা নিজেদের দল থেকে বিজেপিতে নাম লিখিয়েছেন তাঁদেরকে কটাক্ষ করে সিদ্দারামাইয়া বলেন, রাজনীতিবিদদের বর্তমানে কোনও নীতি নেই। তাই তাঁরা যেকোনও সময় সাধারণ মানুষকে বোকা বানায়। মোদি জমানাকে কটাক্ষ করে তাঁর দাবি, ব্রিটিশরা ভারতবর্ষকে শাসন করে নিজেদের কাজ হাসিল করেছিল। এবার সেই একই কাজ করছে বিজেপি। ভোটে জিততে বিজেপি সবকিছু করতে পারে। প্রসঙ্গত, কর্ণাটকে দুটি দফায় লোকসভা ভোট হবে। ২৮ টি আসনের ভোট হবে ২৬ এপ্রিল এবং ৭ মে। এবারের লোকসভার ৫৪৩ টি আসনে ভোটগ্রহণ শুরু হবে ১৯ মে। ফল ঘোষণা হবে ৪ জুন।