মুখ্যমন্ত্রীর নির্দেশের ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যের বিধায়কদের নিয়ে তৈরি হল হোয়াটসঅ্যাপ গ্রুপ। ‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ মেম্বারস’ নামের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখা হয়েছে তৃণমূলের ২২৫ জন বিধায়ককে। গ্রুপের এডমিন করা হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকে। তবে গ্রুপ পরিচালনার দায়িত্বে অরূপ বিশ্বাসের পাশাপাশি থাকছেন ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায়। এখন থেকে বিধায়কদের সমস্ত অভিযোগ, ক্ষোভ, দুঃখ, অভিমান সবই জানাতে হবে এই গ্রুপে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিধায়কদের কিছু জানাতে চান, তিনিও এই গ্রুপেই জানাবেন বলে খবর। দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম ধাপ হিসেবেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। কারণ দু’দিন আগেই তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন, কোনও সমীক্ষক সংস্থার কাছে দলের অন্দরের কোনও বিষয় নিয়ে মুখ খোলা যাবে না। সোমবার বিধানসভায় পারিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এমন কোনও মন্তব্য প্রকাশ্যে করবেন না, যাতে দলকে অস্বস্তিতে পড়তে হয়। বিধায়কদের কারও কিছু বলার থাকলে ওখানে বলে দেবে। আমি ঠিক জানতে পেরে যাব। আমার কিছু বলার থাকলে ওখানেই সেটা বলে দেওয়া হবে। আজ কেউ মন্ত্রী, কাল বিধায়ক। ওসব নিয়ে ভাববেন না। মানুষের কাজ করুন।” তিনি এদিনের বৈঠকে কড়া ভাষায় এও বলেন, “মানুষের কাজ করুন শৃঙ্খলা মানতে হবে সবাইকেই। সেটা না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর শোকজ করা হবে।”