বৃষ্টিতে জল জমে গিয়েছে রাস্তায় ৷ সেই জল পাড়িয়ে বাড়ি ফিরছিলেন এক মহিলা ৷ কিন্তু বাড়ি আর ফেরা হল না অঞ্জনা বিশ্বাসের ৷ হঠাৎ রাস্তার জমা জলে পড়ে গেলেন তিনি ৷ উপুড় অবস্থায় পড়ে রইল তাঁর নিথর দেহ ৷ অনুমান, জমা জলে বিদ্যুতের খোলা তারে হাত লেগে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার ৷ বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতের কোকো বাগান এলাকায় ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ এই ঘটনায় বিদ্যুৎ দফতরের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন স্থানীয়রা ৷ এর পিছনে কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তুমুল বৃষ্টিপাত শুরু হয় উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসতে ৷ একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পুরসভার একাধিক ওয়ার্ড ৷ জল দাঁড়িয়ে যায় বিভিন্ন রাস্তাতেও ৷