কলকাতা

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ রাজভবনের মহিলা কর্মী

এ বার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা রাজভবনের মহিলা কর্মচারী ৷ ন্যায়বিচার পেতে তিনি রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন বলে শুক্রবার জানিয়েছেন ৷ রাজভবনের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে, সেখানে তাঁর পরিচয় গোপন না-করে আনএডিটেড ফুটেজ প্রকাশ করা নিয়েও অসন্তোষ জানিয়েছেন ওই মহিলা কর্মী ৷ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় রাজ্য ৷ চুক্তিভিত্তিক মহিলা কর্মীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রায় 1 ঘণ্টা 20 মিনিটের একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয় রাজভবনের তরফে ৷ তার পরদিনই অভিযোগকারিণী আজ জানান যে, তিনি এ ব্যাপারে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইবেন ৷ রাজভবন যে অসম্পাদিত ফুটেজ সর্বসমক্ষে এনেছে, সেখানে কেন তাঁর মুখটি ঝাপসা বা অস্পষ্ট করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই মহিলা কর্মী ৷ রাজ্যপাল সাংবিধানিক রক্ষাকবচ উপভোগ করার কারণে কলকাতা পুলিশের উপর তিনি খুব বেশি আশা রাখতে পারছেন না বলে জানিয়েছেন তিনি ৷ এছাড়াও তিনি গুরুতর হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন বলে ওই কর্মী জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে চিঠি লেখাই হবে ন্যায়বিচার পাওয়ার একমাত্র উপায় ।তাঁর পরিচয় গোপন না-করে রাজভবনের সিসিটিভির ফুটেজ স্ক্রিনিংনিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন অভিযোগকারিণী ৷ তিনি বলেন যে, তিনি এ ব্যাপারে প্রতিকারের জন্য পুলিশের কাছেও যাবেন । তাঁর দাবি, “আমার অনুমতি ছাড়া রাজ্যপাল কীভাবে আমার ফুটেজ স্ক্রিন করলেন ? তিনি আরও একটি নতুন অপরাধ করেছেন ৷”