কলকাতা

শ্রমিক-ছাত্র-পর্যটকদের রাজ্যে ফেরানোর প্রস্তুতি সারা, আসছে বিমানও, জানালেন স্বরাষ্ট্র সচিব

কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় নিজে একটি টুইট করে ১০৫টি ট্রেনের তালিকাও প্রকাশ করেন। আজ বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় অভিবাসী শ্রমিকদের প্রসঙ্গ তিনি জানান, দেশের নানা প্রান্তে আটকে থাকা সকল পরিযায়ী শ্রমিকের ফেরার খরচ বহন করবে রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে দেখা হচ্ছে এই খরচ। ১৬টি রাজ্য থেকে আটকে পড়া শ্রমিক ও ছাত্ররা বাংলায় ফিরতে পারবেন। কোনও টিকিট কাটতে হবে না তাঁদের। আলাপন বন্দ্যোপাধ্যায় আরও জানান, রাজ্যের সর্বমোট ১৭ লক্ষ মানুষের জন্য একটা ডেটাবেস তৈরি করা হয়েছিল। বিভিন্ন রাজ্যে আটকে যাওয়া শ্রমিক, পর্যটক, তীর্থযাত্রী, ছাত্র-যুব নাম লিখিয়েছিলেন ত্রাণ সহায়তা পাওয়ার জন্য। বিশেষ পরিবহণের আবেদন করেছিলেন ২ লক্ষ ৯২ হাজার ৩৯৫ জন। সব রকম ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকার প্রতিটি জেলার নোডাল অফিসারকে তালিকা দিয়ে দিয়েছে। বিভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যে কীভাবে ফেরানো হবে তাঁদের, সেই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্য ও জেলা ট্রেনে সেই পরিযায়ী শ্রমিকদের তুলবেন। আলাপনবাবু এদিন জানান, এই লকডাউনের সময়ে ২ লক্ষ ১৫ হাজার ৯১৫ জন এক্সিট পাস নিয়ে রাজ্যের বাইরে গেছেন বিশেষ প্রয়োজনে। ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম, উত্তর-পূর্ব রাজ্যগুলোর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে ব্যবস্থা করা হয়েছে, যাতে করে বহু লোক নিজের রাজ্যে ফিরে যাচ্ছেন ও আমাদের রাজ্যর লোক এখানে ফিরে আসছেন। অন্য রাজ্য থেকে এ রাজ্যে আসার সময়ে সীমান্তে এসে পৌঁছনোর পরে মেডিক্যাল টেস্ট করা হচ্ছে। যাতে ভিড় না হয়, সে জন্য একাধিক সেন্টারে টেস্ট হচ্ছে। আলাপন বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আগামী ১৮ মে কলকাতা বিমানবন্দরে ১৬০ জন যাত্রীকে নিয়ে আসছে প্রথম বিমান। প্রতিটি যাত্রীকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে। কেউ সরকারি কোয়ারেন্টাইনে চাইলে নিখরচায় থাকতে পারেন, না চাইলে হোটেলেও থাকতে পারেন। সেক্ষেত্রে হোটেলের তালিকা দিয়ে দেওয়া হবে রাজ্যের তরফে।