রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধীদের মুখ সম্ভবত হতে চলেছেন যশবন্ত সিনহাই৷ শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধি প্রস্তাব ফেরানোর পর রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী হওয়ার জন্য সম্মতি জানালেন তৃণমূল নেতা৷ এ দিন নিজেই ট্যুইট করে সম্মতির কথা জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে যশবন্ত সিনহা বলেছেন, বৃহত্তর জাতীয় স্বার্থে বিরোধী ঐক্যের জন্য কাজ করতে দলীয় রাজনীতি থেকে অব্যাহতি নিচ্ছেন তিনি৷ তাঁর এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন করবেন বলেও আশাপ্রকাশ করেছেন যশবন্ত৷