দেশ

অমরনাথ দুর্ঘটনার সব তথ্য সামনে আনুক কেন্দ্রীয় সরকার, দাবি যশবন্ত সিনহার

অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬, নিখোঁজ ৪০ ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করলেন যশবন্ত সিনহা৷ একই সঙ্গে বিরোধী জোটের তরফ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা এই নিয়ে সরকারের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন ৷ তিনি এই ঘটনার সমস্ত তথ্য দেশবাসীকে জানানোর জন্য সরকারের কাছে দাবি করেছেন ৷ শুক্রবার যশবন্ত সিনহা জম্মু ও কাশ্মীরে যান ৷ সেখানে কাশ্মীরের বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ ঠিক কতজন মারা গিয়েছেন, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি ৷ যশবন্ত সিনহা একসময় বিজেপিতে ছিলেন ৷ প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ৷ পরে মোদি জমানায় তিনি কোণঠাসা হয়ে পড়েন ৷ তার পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ সম্প্রতি তিনি তৃণমূল থেকেও পদত্যাগ করেন ৷ তার পর রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী হন ৷