দেশ

ইস্তাফা দিতে পারেন ইয়েদুরাপ্পা!

দলের অন্দরে প্রবল বিদ্রোহ।যার জেরে পর্যন্ত মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। পাশাপাশি এও শোনা যাচ্ছে, শারীরিক অসুস্থতার জন্যই তাঁর এহেন সিদ্ধান্ত। সূত্রের খবর, আজ শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।
কন্নড়ভূমে কেন এই ডামাডোল? বিজেপি সূত্রের খবর, দলের একাধিক বিধায়কই চাইছেন না ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী হিসাবে। তাঁদের অভিযোগ, ৭৮ বছরের ইয়েদুরাপ্পা বয়সের ভারে নিজের দায়িত্ব ঠিক মতো সামাল দিতে পারছেন না। রাজ্যের করোনা পরিস্থিতিও সামাল দিতে ব্যর্থ ইয়েদি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেই অসন্তোষের কথা দলের শীর্ষ নেতাদেরও অজানা ছিল না। এই পরিস্থিতিতে হঠাৎ শোনা যাচ্ছে ইয়েদির পদত্যাগের প্রসঙ্গটি।যদিও সংবাদমাধ্যমের কাছে নিজের ইস্তফার বিষয়টি স্বীকার করতে চাননি কর্নাটকের মুখ্যমন্ত্রী। শোনা যাচ্ছে আরও একটি বিষয়। বিজেপি বিধায়কদের একাংশ কংগ্রেস ও জেডিএসের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। ফলে যে কোনও সময়ে রাজ্যের কুর্সি হাতছাড়া হওয়ার ভয় পাচ্ছেন বিজেপি’র শীর্ষ নেতারা। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠ শোভা খাণ্ডেলেজেকে জায়গা দিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রীকে খুশি করার চেষ্টা চালানো হয়েছে।