দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক আইনজীবী। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। তাঁর খোঁজে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ঝাঁপ দেওয়া ব্যক্তি পেশায় আইনজীবী। তাঁর নাম মহম্মদ আরিফ আনসারি। শনিবার বাইকে চেপে এসে হুগলি সেতুর রেলিং ধরে ঝুলতে থাকেন বেশকিছুক্ষণ। এই দৃশ্য দেখে সেতুর কাছে মোতায়েন থাকা ট্রাফিক পুলিশের কর্মীরা এসে তাঁর সঙ্গে কথা বলেন। ঝাঁপ দেওয়া থেকে বিরত থাকার জন্য আবেদন জানান তাঁরা। কিন্তু পুলিশের কথায় কর্ণপাত করেননি ওই যুবক। ঝাঁপ দেওয়ার আগে পরিবারের লোকজনের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। কাঁকুড়গাছির বাসিন্দা ওই আইনজীবী। প্রাথমিকভাবে জানা গিয়েছে স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছিল মহম্মদ আরিফ আনসারির। বছর তিনেক আগে তাঁদের বিয়ে হয় বলে জানা গিয়েছে। এক সন্তানও রয়েছে। স্ত্রীর সঙ্গে ঝামেলার পর এই ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল। ঝাঁপ দেওয়ার পর উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। উল্লেখ্য এর আগে গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দিয়েছিলেন অরিজিৎ দে নামে ২৬ বছরের এক যুবক। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়।