দেশ

উত্তরপ্রদেশের লখনউয়ে খোদ বিজেপি কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির মধ্যেই খুন, ছেলের পিস্তল থেকে গুলি যুবককে

 লখনউয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির মধ্যেই খুন হলেন এক যুবক। মৃতের নাম বিকাশ শ্রীবাস্তব। নিহত ওই যুবক মন্ত্রীর ছেলের বন্ধু বলে জানা গিয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, গুলি করে খুন করা হয়েছে বিনয়কে। তাঁর মাথায় চোট রয়েছে। আগের দিন রাতে বাড়িতে বেশ কয়েকজনের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে নিমন্ত্রিত ছিলেন বিকাশ শ্রীবাস্তবও। যে বন্দুক থেকে গুলি চলেছে, সেটি মন্ত্রীর ছেলে বিশাল কৌশলের বলে জানা গিয়েছে। কিন্তু কী কারণে কেন খুন হলেন বিকাশ শ্রীবাস্তব? তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়ছে পুলিশ। জানা গেছে, মন্ত্রীর ছেলে বিকাশ কিশোর নিজেই পুলিশকে ফোন করে বন্ধুর মৃত্যুর খবর দেন। মন্ত্রীর পরিবারের দাবি, মন্ত্রীর ছেলের সঙ্গে ওই বাড়িতেই থাকতেন বিকাশ। গতকাল রাতে বিকাশ সেখানে ছিলেন না। অসুস্থ মা’কে দেখতে দিল্লি গিয়েছিলেন। তাঁর অনুপস্থিতিতে বিকাশ ছাড়া আরও ছ’জন তাঁর বাড়িতে ছিল। ওই ছ’জনের বিরুদ্ধেই খুনের অভিযোগ করেছে বিকাশের পরিবার।