রিলের নেশা প্রাণ কাড়ল এক ইউটিউবারের। শনিবার বিকেলে ওডিশার কোরাপুট জেলার দুদুমা জলপ্রপাতে প্রবল স্রোতে ভেসে যান সাগর টুডু (২২)। স্থানীয় বাসিন্দারা শত চেষ্টা করেও সাগরকে বাঁচাতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাচকুন্ডা থানার পুলিশ ও দমকল কর্মীরা। তাঁরা সাগরের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে সোমবার সকাল (প্রতিবেদন লেখা পর্যন্ত) সাগরের কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রের খবর, সাগর একজন ইউটিউবার। নিজের ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিয়ো শ্যুট করতে শনিবার বন্ধু অভিজিৎ বেহেরার সঙ্গে কটক থেকে কোরাপুট গিয়েছিলেন সাগর। জলপ্রপাতে গিয়ে সাগর ড্রোন ক্যামেরা ব্যবহার করে রিল রেকর্ড করছিলেন। সেই সময়েই ঘটে দুর্ঘটনা। ইতিমধ্যেই ওই দুর্ঘটনার একটি ভিডিয়ো (বঙ্গ নিউজ ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি) ভাইরাল হয়েছে।


