হৃত্বিক রোশন অভিনীত সংস্থার বিজ্ঞাপন ব্যাপক সমালোচনার মুখে পড়ায় বিবৃতি প্রকাশ করল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো৷ ক্ষমাপ্রার্থনা করে সংশ্লিষ্ট বিজ্ঞাপনটি তুলে নেওয়ার কথাও বিবৃতিতে ঘোষণা করল জোম্যাটো৷ “থালি খেতে ইচ্ছে করছে, তাই উজ্জয়িনীর মহাকাল থেকে অর্ডার করিয়ে নিয়েছি ৷” জোম্যাটোর সাম্প্রতিকতম বিজ্ঞাপনে হৃত্বিকের মুখে একথা শোনার পরেই রে রে করে ওঠে একটি বিশেষ ধর্মের মানুষ ৷ জোম্যাটোর নয়া বিজ্ঞাপনে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের নাম উল্লিখিত হয়েছে ৷ মন্দিরের থালি অর্ডার করে অভিনেতা নাকি আদতে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে ৷ এমনই অভিযোগ এনে অবিলম্বে জোম্যাটোর বিজ্ঞাপন বন্ধ করার দাবি জানায় উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির কর্তৃপক্ষ ৷ উজ্জয়িনীর মন্দিরের দুই পুরোহিত অভিযোগের সুরে জানান, জোম্যাটো অবিলম্বে এই বিজ্ঞাপন সরিয়ে ক্ষমা চেয়ে নিক ৷ ভক্তদের এখানে থালি মানে প্রসাদ দেওয়া হয় ৷ এই বিজ্ঞাপন আদতে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে ৷ এমনকী জোম্যাটো কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়ে রাখেন তারা ৷