আজ বছরের প্রথম দিনে বর্ষবরণের আমেজ মেতেছে সারা বিশ্বের পাশাপাশি বঙ্গবাসী। গত কয়েকদিন ধরেই শীত পড়েছে। সেই ঠান্ডার আমেজে গায়ে মেখে বর্ষবরণের আনন্দে সকাল থেকেই মেতে উঠেছেন তিলোত্তমাবাসী। চিড়িয়াখানা থেকে ইকো পার্ক- ভিক্টোরিয়া থেকে ময়দান সর্বত্রই উপচে পড়া ভিড়। আবার শহরের শপিং মলগুলিতেও ভিড় জমিয়েছেন অনেকে। অনেকে আবার রওনা দিয়েছেন দিঘা কিংবা মন্দারমণি। তবে উদ্দেশ্য সবারই এক- নিজের মতো করে নতুন বছরকে স্বাগত জানানো। প্রতিবারের মতো এবারও শহরবাসীর নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ। নারী সুরক্ষা জোরদার করতে নামছে বিশেষ ‘ক্র্যাক টিম’। রেস্তরাঁগুলিও পাল্লা দিচ্ছে একে অপরের সঙ্গে। চায়না টাউন থেকে যাদবপুর- সর্বত্রই ছবিটা একইরকম। রাত যত বাড়বে, ততই লম্বা হবে রেস্তরাঁর সামনের লাইন। তবে অনেকে আবার বাড়িতেই পার্টির আয়োজন করছেন। চলছে পিকনিকও। শুধু পার্ক বা রেস্তরাঁই নয়, এদিন সকাল থেকে ভিড় লক্ষ্য করা গিয়েছে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট মন্দিরেও। মায়ের পুজো দিয়েই বছরটা শুরু করতে চান অনেকে।