কলকাতা

অচলাবস্থা কাটাতে এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী

কলকাতাঃ  অচলাবস্থা কাটাতে বেলা ১২টা নাগাদ এসএসকেএম-এ পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কথা বললেন রোগীদের সঙ্গে । তাঁদের অভাব-অভিযোগ শুনলেন । এদিন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ডাক্তারদের মারধরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয় । তারপরও এমন কর্মবিরতি কাম্য নয় । হাসপাতালে আউটসাইডাররা এসে ঝামেলা করছেন । পুলিশকে বলব ব্যবস্থা নিতে । যারা হাসপাতালে গন্ডগোল করছে, তাদের হাসপাতাল ছাড়তে হবে । আজকের মধ্যে তাদের কাজে যোগ দিতে হবে । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এও  বলেন,  ” দুটো দিকই দেখা উচিত।” চিকিত্সকদের উদ্দেশে বলেন, “কী ভেবেছে কী ওরা? ওরা ডাক্তার?  নাটক করছে ওরা!  এতদিন ধরে কীসের বিক্ষোভ চলছে।” তিনি বলেন, “ডাক্তারিতে হিন্দু মুসলমান হয় না। যাঁরা করছেন পলিটিক্যালি খেলছেন। চিকিত্সায় রাজনীতি বরদাস্ত নয়। কাদের ভোট দিয়েছেন ভাবুন!  কাদের বুদ্ধিতে এসব চলছে, সবাই বুঝতে পারছে। এগুলো মেনে নেব না।”

এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলনকারীদের জানিয়ে দিয়েছেন কাজে যোগ না দিলে সরকার কোনও দায়িত্ব নেবেন না। এমনকী হস্টেল খালি করতে হবে বলেও হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন তিনি আরও দাবি করেছেন, এই আন্দোলনে বহিরাগতদের প্রভাব রয়েছে।