কলকাতা

অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার আগমণ

বৃহস্পতিবার দুপুরেই দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। দেরিতে হলেও বর্ষার আগমণে খুশি রাজ্যবাসী। বিশেষ করে দক্ষিণবঙ্গ। শুক্রবার সকালেই গরম থেকে স্বস্তি দিয়ে এল বৃষ্টি। ভিজল কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি। এদিন সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। সঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিও হয়। এছাড়া পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি হচ্ছে। এর ফলে সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা কমেছে। বৃহস্পতিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।  সিকিম ও উত্তরবঙ্গের বাকি অংশে মৌসুমী বায়ু ঢুকতে পারে। হাওয়া অফিস থেকে আরও জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চলেও প্রবেশ করবে বর্ষা।