বিদেশ

অবশেষে সীমান্তে কিম-ট্রাম্পের সাক্ষাৎ

কিম জন উনের দেশ উত্তর কোরিয়ায় পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই কোরিয়ার মাঝের অসামরিক অঞ্চল পেরিয়ে রবিবার স্থানীয় সময় বিকেলে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন ট্রাম্প। এই প্রথম কোনও ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট একদা শত্রু দেশ উত্তর কোরিয়ার মাটিতে পা রাখলেন।  উত্তর কোরিয়ায় প্রবেশের আগে অসামরিক অঞ্চলে দুজনে দেখা করে করমর্দন করেন। তারপরই অসামরিক অঞ্চল লঙ্ঘন করে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই এই ঘটনা সম্পর্কে বলেছেন, ‘বিভাজনের প্রতীক ‌পানমুনজোমে আমেরিকা এবং উত্তরের নেতার এই করমর্দন এই প্রথম এবং এটা শান্তির করমর্দন।’‌ এছাড়া দুই নেতা সংবাদ সম্মেলনের জন্য এক বৈঠকে বসেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম এই সাক্ষাৎকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছেন।