মালদা

অবশেষে স্বামী খোঁজ পেলেন চলন্ত ব্রহ্মপুত্র মেল থেকে অপহৃত স্ত্রীর

হক জাফর ইমাম, মালদা: অবশেষে স্বামী খোঁজ পেলেন চলন্ত ব্রহ্মপুত্র মেল থেকে অপহৃত স্ত্রীর। প্রসঙ্গত কুচবিহারের দিনহাটার বাসিন্দা রাজু রায় তাঁর স্ত্রী নীলিমা রায় বর্মন ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে সোমবার ধুপগুড়ি স্টেশন থেকে দিল্লি গামী ব্রহ্মপুত্র মেল রেলে চেপে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত্রিবেলা ট্রেন ঝাড়খণ্ডের জামালপুরের কাছে পৌঁছালে হঠাৎ এসি কামরা থেকে উধাও হয়ে যায় রাজুর রায়ের স্ত্রী নীলিমা রায় বর্মন। স্ত্রীর নীলিমার রায় কে অনেক খোঁজাখুঁজি করে না পেলে জামালপুর স্টেশনে রেল পুলিশ জিআরপি থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে জিআরপি থানার পুলিশ কোন সহযোগিতা করেনি বলে অভিযোগ। বাধ্য হয়ে মঙ্গলবার সকালে জামালপুর থেকে মালদা টাউন স্টেশনে এসে মালদা স্টেশনের জিআরপি থানায় অভিযোগ জানান। অপহৃত স্ত্রী নীলিমা রায় বর্মণ জানিয়েছেন ট্রেনের শৌচাগারে গিয়ে জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরলে দেখেন তিনি একটি পরিত্যাক্ত এলাকায় পরে রয়েছেন। সেখান থেকে পালিয়ে এসে কোনক্রমে হেঁটে শিয়ালদা স্টেশনে পৌঁছন। শিয়ালদা স্টেশনে এক ব্যাক্তির কাছ থেকে মোবাইল ফোন নিয়ে স্বামীকে ফোন করেন । সমস্ত ঘটনা জানায়।ওই ব্যাক্তি মহিলাকে ট্রেনে তুলে দেন। বুধবার অপহৃত মহিলার স্বামী রাজু রায় ফরাক্কা স্টেশন থেকে স্ত্রীকে নিয়ে আসেন। অপহৃত স্ত্রী নীলিমা রায় বর্মনের অভিযোগ,তার শরীরে থাকা প্রায় সাত থেকে আট ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। আবারও রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন নীলিমা রায় বর্মনের পরিবার তরফ থেকে।