দেশ

অমিত শাহর প্রস্তাবে সই রাষ্ট্রপতির, বাতিল হল সংবিধানের ৩৭০ ধারা

নয়াদিল্লিঃ বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল।আর সেই জল্পনার শেষে রাজ্যসভায় বিতর্কিত ৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করার প্রস্তাব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। সেই মতোই কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা তুলে দিল কেন্দ্র। সোমবার রাজ্যসভায় জম্মু কাশ্মীর সংরক্ষণ বিল নামের একটি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বিলের মাধ্যমে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার প্রস্তাব দেওয়া হয়। বিপুল বিরোধিতার মুখেই রাজ্যসভায় ঐতিহাসিক প্রস্তাবটি পেশ করেন অমিত শাহ। সংসদের অনুমোদনের পরই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই প্রস্তাবে সই করেছেন এবং বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সইয়ের সঙ্গে সঙ্গেই কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া ৩৭০ ধারা বিলুপ্ত হল। এর ফলে বিশেষ রাজ্যের মর্যাদা হারাল কাশ্মীর। কাশ্মীরের পৃথক সংবিধান বাতিল হল।

ফাইল চিত্র।