দেশ

অযোধ্যায় রাম মন্দিরের জন্য সোনার ইট দিতে চান বাবরের বংশধর!

অযোধ্যায় রাম মন্দির গড়ার পক্ষে হাবিবুদ্দিন টুসি। মন্দির তৈরির জন্য তিনি দিতে চান সোনার ইটও। এমনটাই ইচ্ছাপ্রকাশ করেছেন মুঘল সম্রাট বাবরের বংশধর বলে নিজেকে দাবি করা শাহজাদা হাবিবুদ্দিন টুসি। তাঁর দাবি, তিনি শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের উত্তরসূরি। টুসি বলেছেন, বংশধর হিসেবে ওই বিতর্কিত জমি তাঁরই প্রাপ্য। সুপ্রিম কোর্ট যদি তাঁকে জমিটি দিয়ে দেয় তাহলে তিনি পুরো জমিটাই রাম মন্দির গড়ার জন্য দান করবেন। কারণ তিনি হিন্দুদের মানসিকতাকে শ্রদ্ধা করেন এবং তাদের মতোই তিনিও বিশ্বাস করেন ওই জমিতে ১৫২৯ সালে বাবরি মসজিদ গড়ে ওঠার আগে রাম মন্দিরই ছিল। সুপ্রিম কোর্টে জমির মালিকানার আবেদন করে পিটিশনও দাখিল করেছেন ৫০ বছরের তথাকথিত শাহজাদা টুসি। তবে সেই আবেদনের এখনও শুনানি হয়নি। টুসি আরও বলেছেন, অন্য কোনও পক্ষের কাছেই নিজেদের দাবি প্রতিষ্ঠার জন্য উপযুক্ত তথ্যপ্রমাণ নেই। কিন্তু মুঘলদের বংশধর হিসেবে তাঁর কাছে সেই অধিকার এবং তথ্যপ্রমাণ আছে।