বর্তমান ঘটনাবলি এবং সামাজিক আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন দেশের বিভিন্ন সামাজিক ক্ষেত্রের ৪৯ জন বিশিষ্ট মানুষ। গণপ্রহারে জড়িতদের চরম শাস্তি দেওয়ারও আর্জি জানানো হয়েছে চিঠিতে। যাঁরা চিঠিতে স্বাক্ষর করেছেন তাঁদের মধ্যে আছেন চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল, মণিরত্নম, গৌতম ঘোষ, অনুরাগ কাশ্যপ, কেতন মেহতার মতো মানুষরা। আছেন অভিনেতা তথা পরিচালক অপর্ণা সেন, কঙ্কনা সেনশর্মা, অঞ্জন দত্ত, পরমব্রত চ্যাটার্জি। আছেন অভিনেতা এবং নাট্য জগতের সৌমিত্র চ্যাটার্জি, কৌশিক সেন, ঋদ্ধি সেন, সুমন ঘোষ। আছেন ঐতিহাসিক সুমিত সরকার, রামচন্দ্র গুহ। আছেন সমাজকর্মী আদুর গোপালকৃষ্ণণ, ডিজাইনার চিত্রা সরকার, সঙ্গীতশিল্পী শুভা মুদগল্, অনুপম রায়, রূপম ইসলামের মতো বিশিষ্ট মানুষরা। চিঠিতে দলিত, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক দিনে বেড়ে চলা নির্যাতন, গণপ্রহারের মতো বিষয় উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ‘জয় শ্রী রাম’ ধ্বনি আজকের দিনে যেন যুদ্ধের আওয়াজ হয়ে উঠেছে বলেও মন্তব্য করা হয়েছে চিঠিতে। ভারতের সংবিধানে সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক বিষয়গুলিকে উল্লেখ করে বিশিষ্টরা প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখেছেন, দেশে শান্তিশৃঙ্খলা ফেরাতে, আন্তর্জাতিক মহলে ভারতের শান্তিপ্রিয় রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল করতে মোদি যেন অবিলম্বে কড়া পদক্ষেপ নেন।
প্রতীকী ছবি।