বিদেশ

অস্ট্রেলিয়ায় দাবানলের অবনতি, আরও তিন রাজ্যে সতর্কতা জারি

অস্ট্রেলিয়ায় দাবানলের অবনতি, আরও তিন রাজ্যে সতর্কতা জারি অস্ট্রেলিয়ায় তাপমাত্রা বৃদ্ধি ও বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ার ফলে দাবানল অবস্থার অবনতি হয়েছে। ক্রমবর্ধমান দাবানলের ফলে নতুন তিনটি রাজ্যে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যে সর্বোচ্চ সতর্কতা এবং তাসমানিয়া রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দাবানলের ফলে সৃষ্ট ধোঁয়ায় দেশটির প্রধান দুই শহর সিডনি ও অ্যাডিলেডের আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। ৬০ লাখ মানুষের শহর সিডনিতে ধোঁয়ার কারণে বায়ু দূষণের সৃষ্টি হয়েছে। শহরটির কোন কোন এলাকায় দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে আট গুণ ছাড়িয়েছে। সিডনি ও অ্যাডিলেডের অনেক মানুষ মুখে মাস্ক পড়ে রাস্তায় বেরিয়েছেন। অস্ট্রেলিয়ায় তাপমাত্রা ও বাতাসের গতিবেগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পর্যায়ে কোন সুখবর দিতে পারেনি আবহাওয়া দপ্তর। তাদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে। ফলে নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ছে।