দেশ

আখ চাষিদের ৫টি দাবি মানল কেন্দ্র

নয়াদিল্লিঃ কৃষিঋণ মুকুব-সহ একাধিক দাবিতে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে নয়ডা পর্যন্ত মিছিল করলেন প্রায় ১৫,০০০ জন আখ চাষি। দিল্লি যাওয়ার কথা থাকলেও তাঁদের উত্তরপ্রদেশ-দিল্লি সীমান্তে অবস্থিত নয়ডাতেই আটকে দেয় পুলিশ। তবে তাঁদের ১১ জন প্রতিনিধির সঙ্গে কৃষি মন্ত্রকের বৈঠকের পর পাঁচটি দাবি মেনে নিয়েছে কেন্দ্র। মিছিলের জেরে দেশের রাজধানীতে আইনশৃঙ্খলা পরিণতির যাতে কোনও অবনতি না হয় তার দিকেও নজর রাখা হয়েছিল। এর জন্য প্রচুর নিরাপত্তারক্ষীকেও মোতায়েন করা হয়েছিল দিল্লি ও সংলগ্ন এলাকায়।ভারতীয় কিষাণ সংঘের নেতৃত্বে গত ১১ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে পদযাত্রা শুরু করেন আখ চাষের সঙ্গে যুক্ত ওই চাষিরা। দিল্লির কিষাণ ঘাটে গিয়ে বিক্ষোভ দেখাতে চান তাঁরা। তাঁদের প্রধান অভিযোগ, ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত কৃষিঋণের পুরো টাকা মকুব করা হয়নি। এছাড়া কেন্দ্রীয় সরকারের কাছে যে দাবিগুলি তাঁরা রেখেছেন। তা হল- নদীর দূষণ বন্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ১৪ দিনের মধ্যে কৃষকদের বকেয়া অনুদানের টাকা দিতে হবে। চাষের জন্য দিতে হবে বিনামূল্যে বিদ্যুতও। প্রতিটি কৃষক পরিবারকে কৃষি বিমা প্রকল্পে অন্তর্ভুক্ত করতে হবে। আর সেই সমস্ত কিছু কার্যকর করতে হবে স্বামীনাথন কমিশনের রিপোর্টের ভিত্তিতে। দেশে বিনামূল্যে শিক্ষা এবং ওষুধের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা যাতে একবারে মিটে যায় তার ব্যবস্থা করতে হবে।সংগঠনের সভাপতি পূরাণ সিং বলেন, ‘আমাদের ১১ জন প্রতিনিধি কৃষি মন্ত্রকের সঙ্গে আলোচনার জন্য গিয়েছিলেন। সেখানে আমাদের ১৫টি দাবির মধ্যে পাঁচটি মানতে রাজি হয়েছে। তাই আন্দোলন সাময়িক ভাবে স্থগিত রাখা হচ্ছে। তবে ১০ দিন বাদে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ফের বাকি দাবিগুলি পূরণের আবেদন জানাব আমরা। তখন সরকার যদি আমাদের সব দাবি মেনে তাহলে আন্দোলন বন্ধ করে দেওয়া হবে। আর তা না হলে সাহারানপুর থেকে ফের শুরু হবে আমাদের আন্দোলন।’