কলকাতা

আগাম জামিন পেলেন রাজীব কুমার

কলকাতা: আগাম জামিন পেলেন রাজীব কুমার৷ তাঁকে আপাতত সিবিআই গ্রেফতার করতে পারবে না। মঙ্গলবার হাইকোর্টের বিচারক জানান, সিবিআই তাঁকে গ্রেফতার করতে না পারলেও তাদের তদন্তে সহযোগিতা করতে হবে৷বিচারক আরও জানান, তদন্তের স্বার্থে সিবিআইকে ৪৮ ঘণ্টা আগে কলকাতার প্রাক্তন নগরপালকে নোটিশ পাঠাতে হবে৷ পাশাপাশি তিনি কলকাতা ছাড়তে পারবে না বলে জানিয়ে দেয় হাইকোর্ট৷ ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে আগাম জামিন মঞ্জুর করে আদালত৷যদি সিবিআই রাজীব কুমারকে গ্রেফতার করতে যায় সঙ্গে সঙ্গে জামিন পেয়ে যাবেন তিনি৷ কার্যত কলকাতার প্রাক্তন নগরপালের জামিনের ঘটনায় বড়সড় ধাক্কা সিবিআই-এর৷আদালত পরিষ্কার জানিয়ে দেয় এখনই তাঁকে সিবিআই-এর হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন নেই৷ তবে রাজীব কুমারকে সিবিআই-এর তদন্তে সাহায্য করতে হবে৷সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি শেষ হয়৷ তবে ওই দিন রায় স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ৷ সম্প্রতি বারাসত আদালতে ধাক্কা খাওয়ার পর আলিপুর আদালত থেকেও তাঁর মামলা খারিজ করে দেওয়া হয়। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেন আলিপুর আদালতের বিচারক৷সিবিআইয়ের মতে, সারদার মূল অফিস ছিল বিধাননগরে। রাজীব কুমার ছিলেন বিধাননগরের কমিশনার। ফলে রাজীবের উপস্থিতিতেই এতবড় প্রতারণা হয়। সবকিছু জেনেও প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা করছেন রাজীব কুমার। পাশাপাশি সিবিআইয়ের আইনজীবীর অভিযোগ, তদন্তে বিধাননগর পুলিশ কোনও সহযোগিতা করেনি। নোটিশের পর নোটিশ দেওয়া হলেও দেখা মিলছে না এডিজি সিআইডির। কার্যত গা-ঢাকা দিয়েছেন তিনি।