আগামীকাল রবিবার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (ডব্লুবিসিএস) এগজিকিউটিভ প্রিলিমিনারি পরীক্ষায় রাজ্যের ২ হাজার ১৯৮ জন পরীক্ষার্থী নিজেদের ভাগ্য যাচাইয়ে বসতে চলেছেন। বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত মোট আড়াই ঘণ্টা ধরে এই লিখিত পরীক্ষা চলবে। রাজ্যজুড়ে এই পরীক্ষার জন্য মোট ৫০৯টি কেন্দ্র বাছাই করেছে আয়োজক সংস্থা পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই পরীক্ষার জন্য মোট ২০টি জেলা, পুলিস জেলা (কমিশনারেট) এবং মহকুমাকে বাছা হয়েছে। যেগুলি হল– কলকাতা (উত্তর), কলকাতা (দক্ষিণ), বারুইপুর, ডায়মন্ডহারবার, বারাকপুর, বারাসত, হাওড়া, বর্ধমান, আসানসোল, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, বহরমপুর, মালদহ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং। নবান্ন সূত্রের দাবি, রাজ্য সরকারি দপ্তরে বহু আমলা নিয়োগের এই পরীক্ষা আয়োজনে সমস্ত জেলার পুলিস প্রশাসনকে বাড়তি তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, কমিশনের তরফেও এই পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। জানা গিয়েছে, পরীক্ষার হলে মোবাইল সহ যাবতীয় ইলেকট্রনিক গ্যাজেট পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।