আগামীকাল সকাল ৯টায় আরও একবার জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর
Posted onAuthorবঙ্গনিউজComments Off on আগামীকাল সকাল ৯টায় আরও একবার জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর
শুক্রবার ফের জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার রাতে নয়, সকাল ৯টায় ভিডিও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তিনি টুইটে জানিয়েছেন এই বক্তব্য। যদিও কী বিষয়ে বার্তা দেবেন তা জানানি তিনি।