নয়াদিল্লিঃ আজ শনিবার দিল্লির বিধানসভা নির্বাচন। ফলে কড়া নিরাপত্তার মোড়কে ঢাকা এখন দিল্লি। নামানো হয়েছে ৭৫ হাজার নিরাপত্তারক্ষী। নির্বাচন কমিশন ৫৪৫টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে । শাহিনবাগের বুথেগুলিতে রাখা হয়েছে বাড়তি নজরদারির ব্যবস্থা। দিল্লির ৭০ আসনের ভোটের জন্য উত্তরপ্রদেশ, হরিয়ানা সীমান্তের একাধিক বুথ সহ স্পর্শকাতর এলাকায় রয়েছে বাড়তি নজরদারি। ভোট হবে মোট ১৩ হাজার ৭৫০টি বুথে। ভোটে লড়ছেন ৬৭২ জন প্রার্থী এবং ভোটার হল ১ কোটি ৪৭ লক্ষ ৮৬ হাজার ৩৮২ জন । সংক্রিয় থাকছে প্রায় ৪০ হাজার পুলিস, ১৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ১৯ হাজার হোমগার্ড। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ফল বের হবে।