কলকাতা

আজ নয়া বেতন কাঠামোয় সিলমোহর দেবে রাজ্য মন্ত্রিসভা

কলকাতাঃ রাজ্য সরকারি কর্মচারীদের নয়া বেতন কাঠামোতে আজ সিলমোহর দেওয়ার কথা রাজ্য মন্ত্রিসভার। গত ১৩ সেপ্টেম্বর নেতাজী ইন্ডোরে তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের সংগঠনের এক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সরকারি কর্মচারীদের নয়া পে কমিশন নিয়ে ২৩ তারিখ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আজ বিকেলে নবান্নতেই এই বৈঠক হওয়ার কথা।কী হারে, কতটা সুবিধা দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের তা নিয়েই আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য মন্ত্রিসভা। এদিন মন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্ত আইন হয়ে আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে রাজ্য ও রাজ্যের বাইরের কয়েকলক্ষ সরকারি কর্মীরা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের দিকে। কারণ, ওই বৈঠকের পরেই সরকারি সিদ্ধান্ত ঘোষণা করা হবে।পাশাপাশি ওই দিনই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পে কমিশনের সুপারিশ মেনেই বাড়বে সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে। সাত হাজার থেকে বেড়ে ন্যূনতম বেসিক পে হবে ১৭ হাজার ৯৯০ টাকা। একই সঙ্গে বাড়ছে গ্র্যাচুইটির পরিমাণও। গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ৬ লক্ষ টাকা থেকে বেড়ে হবে ১০ লক্ষ টাকা। এর জন্য সরকারের বাড়তি ১০ হাজার কোটি টাকা খরচ হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তবে মহার্ঘ ভাতা আর না পাওয়ার সম্ভাবনাই বেশি। শুধু বেতন কমিশনের এই সুপারিশ লাগু করাই নয়, একই সঙ্গে সরকারি কর্মীদের অন্যান্য যেসব সুবিধা দেওয়া হয় সুযোগ বুঝে তা আরও বাড়ানোর বিষয়েও এদিন সিদ্ধান্ত নেবে রাজ্য মন্ত্রিসভা।