কলকাতা

আজ বর্ষ শেষে বেশি রাত পর্যন্ত ট্রেন মেট্রোয়

আজ বর্ষ শেষের ভিড় সামাল দিতে বেশি রাত পর্যন্ত ট্রেন চালাবে মেট্রো রেল। তারা জানিয়েছে, কাজের দিন হওয়ায় আজ ট্রেন চলাচলের সূচনা হবে সকাল পৌনে সাতটাতেই। যদিও দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটের পরিবর্তে রাত ১০টা ৪৫ মিনিটে। আজ বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। সাধারণ কাজের দিনে যেখানে আপ-ডাউন মিলিয়ে ২৮৮টি ট্রেন চালানো হয়, সেই জায়গায় আজ ২৯৬টি ট্রেন (১৪৮ টি করে আপ ও ডাউন) চালানো হবে। তার মধ্যে নোয়াপাড়া থেকে ছাড়বে ৬২টি ট্রেন। নোয়াপাড়া পর্যন্ত যাবে ৬৩টি ট্রেন। বড়দিনের মতোই ভিড় সামাল দিতে কয়েকটি স্টেশনে বাড়তি কর্মী থাকবেন। থাকবে অতিরিক্ত নিরাপত্তা বিভাগের কর্মীও।