কলকাতা

আমার কথার উল্টো মানে না করে আগে ব্ল্যাকমানি ফেরৎ দাও:‌ মমতা বন্দ্যোপাধ্যায়

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ দলের নেতা সহ কর্মীদের কাটমানি না নেওয়ার কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দ্দেশকে হাতিয়ার করে বিজেপি বাংলায় তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে চড়াও হতে শুরু করে। এই পরিস্থিতি সংসদ পর্যন্ত গড়ায়। তাই ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকেই সমাধানের রাস্তা দেখালেন তৃণমূল নেত্রী। এক কথায় বলা যায়, সরাসরি বিজেপিকে বিপাকে ফেলার পাল্টা রাস্তা তৈরি করে দিলেন তিনি। রবিবারের সমাবেশ থেকে তিনি বলেন, ‘‌সরকারি প্রকল্প যাতে প্রত্যেকের কাছে পৌঁছয়, তার জন্য মহৎ উদ্দেশ্য নিয়েই তার উপর নজরদারির কথা বলা হয়েছিল। কিন্তু রাজনৈতিক স্বার্থপূরণ করতে বিজেপি কাটমানি ফেরতের দাবি তুলেছে।’ এবার

ব্ল্যাকমানি ফেরতের দাবিতে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাই দলীয় কর্মীদের আন্দোলন শুরু করার নির্দেশও দিয়েছেন তিনি। উজ্জ্বলার কাটমানির হিসেব চেয়েও তৃণমূল কর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌উজ্জ্বলা যোজনার কাটমানির হিসেব দাও গামছাবাবু। উজ্জ্বলার নামে বাঁকুড়ায় কাটমানি নিয়েছে। উত্তরপ্রদেশে মারা গেলে এনকাউন্টার। বাংলায় মারা গেলে রাজনৈতিক হিংসা। চোরের মায়ের বড় গলা। ইন্দিরা জয়সিংয়ের জন্য বিদেশ মুদ্রার নিয়ে মামলা হয়। নিজেদের জন্য সেটা হয়নি।’‌ তিনি নির্দেশ দেন, গ্রামে

গ্রামে গিয়ে বলুন উজালার কাটমানির হিসাব দাও। তাঁর দাবি, ‘‌উজালা মামলার তদন্ত হোক। এটা নিয়ে কাটমানি নিয়েছে বিজেপি। আমার কাছে খবর আছে। নির্বাচনের খরচ কোথা থেকে এল?‌ জবাব চাই জবাব দাও। ব্ল্যাকমানি, কাটমানির জবাব দাও। বিদেশি তহবিল কত পেয়েছো?‌ জবাব দিতে হবে।’‌ এখানেই তিনি থেমে থাকেননি। সরাসরি তিনি প্রশ্ন তুলে দিয়ে বলেন, ‘‌নোট বাতিলের পর কত ‌‌সম্পত্তি কিনেছো?‌ কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি হল কি করে?‌ বিজেপি ব্ল্যাকমানি ফিরিয়ে দাও। ব্লকে ব্লকে ব্ল্যাকমানি ফিরিয়ে দেওয়ার কর্মসূচী নেওয়া হবে। বিজেপি আগে কালো টাকা

ফেরত দাও। ১৫ লক্ষ টাকা ফেরত দাও। নির্বাচনের জেতার জন্য এখনও পর্যন্ত যত কালো টাকা, কাটমানি নিয়েছ ফেরত দাও।’‌ তিনি এও বলেন, অবিলম্বে ব্যালট ফেরাতে হবে। এই মর্মেই তিনি পঞ্চায়েত ও পুরসভা ভোট ব্যালটে করার দাবি জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে আমরা আর্জি জানাব ব্যালটে ভোট করার জন্য। পঞ্চায়েত ও পুরসভা ভোট ব্যালটেই হবে। বিগত লোকসভা নির্বাচনে বিজেপি চিটিং করে জিতেছে। ইভিএম, সিআরপিএফ, কেন্দ্রীয় পুলিশ সহায়তা নিয়ে জয় পেয়েছে। নিরপেক্ষ নির্বাচন হয়নি।মমতার অভিযোগ, তাও মাত্র ১৮টা আসনে জিতেছে বিজেপি। তাতেই সাপের পাঁচ পা দেখেছে। আমরা ২৬টা সিট জিতেছিলাম ২০০৯-এ। তারপরও

বিরোধীদের একটা পার্টি অফিসেও হাত দিইনি। বিজেপি চুরি করে ১৮টা আসনে জিতেই বদলা নিতে শুরু করেছে। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তোমরা ১৮, বাকি ২৪টি আমরা। তাই এমন কোরো না যাতে আমাদের ডেঞ্জার লেভেল ক্রস করতে হয়। তাহলে আমাদের থেকে ভয়ানক কেউ হবে না।

এক  নজরে মমতা বন্দ্যোপাধ্যায়  একুশের সমাবেশ থেকে তৃণমূল কর্মীদের যা যা বললেন—

• যদি কেউ দু’কোটি টাকা দেয়, আপনি কি বিজেপিতে যাবেন? 

• মনে রাখবেন, ওই টাকা আপনার থাকবে না, দলে যোগ দেওয়ার পরই কেড়ে নেব 

• কেউ কেউ আমার মৃত্যু কামনা করে, তাঁদের আমি বলি, আমায় চমকালে আমি চমকাই, আমায় গর্জালে আমি বর্ষাই 

• এখানে উত্তরপ্রদেশ, বিহার-সহ বহু রাজ্যের মানুষ এ রাজ্যে আছেন, বলুন তো, কখনও কারও কোনও সমস্যা হয়েছে? 

• এই বাংলায় কী হয়নি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব দিয়েছি আমরা, আরও দেব 

• সিপিএম বা কংগ্রেসের যদি কেউ ভাল মানুষ থাকে, তাঁদের দলে টেনে আনবেন 

• পাড়ায় পাড়ায় যাঁরা তৃণমূল করতে চাইবেন, তাঁদের আহ্বান জানাবেন 

• ২৬ তারিখ থেকে আমি আবার জেলায় জেলায় যাব 

• অনেক জায়গায় বাস আটকে দিয়েছে 

• আমাদের স্পেশাল ট্রেন দেয়নি, অনেক ট্রেন বাতিল করেছে 

• তৃণমূল কংগ্রেস ছিল, আছে থাকবে 

• আপনারাই দলের সম্পদ (পুরনো কর্মীদের বার্তা) 

• কে কোথায় ডাকল কি না ডাকল, আপনি চলে যাবেন 

• যাঁরা প্রতারণা করেছেন, টাকা নিয়ে যাঁরা ভোট করেছে, তাঁদের চিহ্নিত করুন

• আমরা ২৬টা পেয়েছিলাম, আর তোরা ১৮টা পেয়েই বলছিস, তৃণমূল ক্ষমতা থেকে চলে গেল? 

• শিক্ষক-শিক্ষিকারাই আমাদের সম্পদ, তাঁদের পায়ে হাত দিয়ে প্রণাম করে শিক্ষক দিবস পালন করবেন 

• বাংলা সব  উৎসব, অনুষ্ঠান করে, বাংলা সংস্কৃতির পীঠস্থান 

• যাকে-তাকে সিবিআই, ইডিকে দিয়ে ভয় দেখাচ্ছে, বিজেপিতে যোগ দাও, না হলে গ্রেফতার করব 

• বিজেপিতে গিয়েছ বলে কিন্তু পুরনো কেস তুলে নেওয়া হবে না 

• আমাকে সমর্থন করতে হবে না, সিপিএমের হার্মাদরা বিজেপিতে গিয়ে ভিড়েছে 

• কংগ্রেস এবং সিপিএম-কে আমি বলব, যে ডালে বসে আছ, সেই ডাল না কেটে বিজেপির বিরুদ্ধে লড়াই কর 

• আমি আপনাদের জিজ্ঞাসা করছি, অঞ্জনা বসু কতবার বিজেপিতে যোগ দিয়েছেন? 

• ফরেন ফান্ড কত এসেছে? কত কাট মানি খেয়েছ? 

• ইলেকশনে এত টাকা খরচ করলেন, সেই টাকা কোথা থেকে এল, জবাব চাই, জবাব দাও 

• উজ্জ্বলাটা একটু বের করব? আপনাদের কর্মীরাই 

• গ্রামে গ্রামে গিয়ে বলবেন, উজ্জ্বলার কাট মানি ফেরত দাও 

• ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব 

• এই বাংলা মাথা নত করবে না, বিজেপি জেনে রেখ, এই বাংলা মাথা নত করবে না 

• বাল্যবিবাহ রোধ করেছে বাংলা, ভেদাভেদ ঘুচিয়ে দেওয়ার আন্দোলন হয়েছে বাংলায় 

• আমেরিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, জাপানে কেন ইভিএম-এ ভোট হয় না? শুধু ভারতে? কেন হবে এটা 

• তাই আমরা বলছি, ব্যালটে ভোট হবে, পুরসভা-পঞ্চায়েত ভোট ব্যালটে করে আমরা পথ দেখাব 

• কী  ভাবে সব অঙ্ক মিলে গেল? 

• ১৯-এর নির্বাচনটা একটা মিস্ট্রি, হিস্ট্র নয়, মিস্ট্রি 

• বীরভূমের দেউচা-পাঁচামি কয়লা খনি হচ্ছে, সেখানে বহু যুবক-যুবতী কাজ পাবে 

• আর এখানে কানপুর থেকে নাগপুর থেকে মেধাবী ছেলেরা এখানে আসছে 

• আমি প্রকল্প তৈরি করেছি, ৫ লক্ষ বেকারের চাকরি হবে 

• এবার বৃষ্টি কম হচ্ছে, আমরা দুশ্চিন্তায় আছি 

• আমরা সব কাজ করেছি, তোমরা একটা কাজ করনি, খালি মিথ্যে কথা বলে বেড়িয়েছ

• ইসকনের মন্দির এবং সেখানে ইসকন সিটি তৈরির  জন্য ৭০০ একর জমি দেওয়া হয়েছে 

• সেখানে সব ব্যবস্থা আমরা করে দিয়েছি, তারাপীঠে যাও, সেখানেও আমরা করেছি, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করেছি 

• আমাদের ধর্ম শেখাচ্ছে? এই তো শ্রাবণী মেলা শুরু হয়েছে, লাখ লাখ মানুষ যাচ্ছে তারকেশ্বরে

• আমার কাছে একটা ভিডিয়ো আছে, যেটাতে এক বিজেপি নেতা বলছেন, হিন্দুদের মরতে দাও 

• কখনও সংখ্যালঘুদের উপর অত্যাচার

• আর এখন সংসদ ভাল ভাবে চলছে মানে এটা বিরোধীদের কৃতিত্ব, তোমাদের (বিজেপির) নয় 

• রাজীব গাঁধী ৪০০ আসন পেয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু সংসদ ভাল করে চালাতে পারেননি 

• সিবিআই-কে দিয়ে ভয় দেখানো হবে, ইডি-কে দিয়ে ভয়  দেখানো হবে 

• কিন্তু আপনারা এর প্রতিবাদ করবেন না 

• আরও ডাকবে, আর তুমি ওই বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ কর, তাহলে গ্রেফতার করা হবে না 

• শতাব্দী রায়কে একা নয়, প্রসেনজিৎ, ঋতুপর্ণাকে ডেকেছে ইডি 

• এখন গণতন্ত্রকে পুরো বুলডোজ করা হচ্ছে, রাতারাতি বিল নিয়ে আসা হচ্ছে 

• আমি অনেক কিছু দেখেছি, অটলজির সরকার দেখেছি, দেবগৌড়ার সরকার দেখেছি 

• সিপিএমের উদ্দেশে বলি, ৩৪ বছর ধরে অত্যাচার করে এখন বিজেপিতে গিয়ে সন্ত্রাস করছে 

• যাঁরা কেন্দ্রের হারে মাইনে চান, তারা কেন্দ্রে যান 

• এই দলের পিছনে লাগা সহজ 

• এটা গরিবের দল, এটা গ্রাম গঞ্জ থেকে আসা সাধারণ মানুষের দল

• উত্তরপ্রদেশে ১০ দলিত মানুষকে গুলি করে খুন করা হল

• এত টাকা এল কোথা থেকে? টাকা ফিরিয়ে দাও

• ইলেকশনে কত টাকা নিয়েছ? সেই সব টাকা ফিরিয়ে দাও, এটা হবে আমাদের আন্দোলন

• ডাকাতদের সর্দার, ওরা আবার বলছে কাটমানি ফেরত দাও 

• আমি নতুন কর্মসূচি নিচ্ছি, ব্ল্যাক মানি ফিরিয়ে দাও 

• ওরা বলছে কাটমানি ফেরত দাও, ওরাই তো সবচেয়ে বড় চোর 

• নিজেরা সংযত হন, নাহলে মানুষ এর বদলে নেবে

• আমি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে নজর রাখার কথা বলেছিলাম

• আর বিজেপি গিয়ে বলছে, কাটমানি ফিরিয়ে দাও

• যেখানে যেখানে এসব করা হয়েছে আগামিকালই সেখানে পাল্টা মিছিল হবে

• এর পাল্টা দিলে পারবেন তো রুখতে?

• বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয়

• তৃণমূলের ৮ বছরে কাউকে বয়কট করা হয়নি

• ৩৪ বছরে হার্মাদরা যে অত্যাচার করেছে, তাতে আমরা কিন্তু, কারও গায়ে হাত দিইনি

• ১৮ আসন পেয়ে চিৎকার করছে, আমরা কারও গায়ে হাত দিইনি

• বাইরের ধার করা নেতা আনা হচ্ছে

• আরএসএসের লোকজন আনা হচ্ছে

• আজও গুড়াপে আমাদের কর্মীদের আটকানোর চেষ্টা করা হয়েছে, যেখানে যেখানে বাধা দিয়েছে বিজেপি, আগামিকাল সেখানেই প্রতিবাদ সভা  হবে 

• কয়েকটা সিট পেয়ে এমন শুরু করেছে, আমাদের পার্টি অফিস দখল করতে শুরু করেছে 

• তাও মেজরিটি পায়নি, মনে রাখবেন এখনও আমাদের ২৪ টা, বিজেপির ১৮টা 

• হঠাৎ এখন কী হল, লোকসভার ভোটে ইভিএম প্রতারণা করে, সিআরপিএফ দিয়ে, নির্বাচন কমিশন দিয়ে—  অনেক রকম ভাবে ভোট করে একটা নির্বাচনে কিছু সিট পেয়ছে 

• ট্রেন বন্ধ করে দিয়েছে, যাতে তৃণমূল কর্মীরা সভায় আসতে না পারে। 

• অনেক জায়গায় ট্রেন বন্ধ করে দিয়েছে, আমার কাছে খবর আছে, 

• আমি যতক্ষণ  না কিছু কথা বলব, আপনারা কেউ সভা ছেড়ে যাবেন না 

• আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই, অনেক কষ্ট করে আপনারা এই সভায় এসেছেন