কলকাতা

এনআরসি নিয়ে ৩ বছর আগেই সতর্ক করেছিল তৃণমূল, এতদিনে ভুল ভাঙল কেন্দ্রের

অসমের জাতীয় নাগরিকপঞ্জি বাতিল করে নতুন করে তা তৈরি করতে চাইছে বিজেপি সরকার। অসমের ফের একবার নাগরিকপঞ্জি তৈরি করা হবে বলে সংসদে হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় আক্রমণ করেছে কেন্দ্র সরকারকে। তৃণমূল স্পষ্ট জানিয়েছে এই বিলের খামতি আগে থেকেই আন্দাজ করে বারবার করে সতর্ক করা হয়েছিল। যে বিষয়ে এখন ভুল ভেঙেছে কেন্দ্রের। নরেন্দ্র মোদি সরকারের নাগরিকত্ব সংশোধনী বিলের সংসদীয় কমিটির অন্যতম তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, তিন বছর আগেই কেন্দ্র সরকারকে এই মর্মে সতর্ক করা হয়েছিল। পশ্চিমবঙ্গে এনআরসি চালু করা নিয়ে বিজেপি প্রথম থেকেই কড়া অবস্থান গ্রহণ করেছে। যার বিরোধিতা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, বাংলায় কোনও এনআরসি হবে না।