কলকাতা

এপ্রিলেই পুরভোট, দিনক্ষণ ঠিক করবে রাজ্য সরকার

কলকাতাঃ এপ্রিল মাসেই হতে চলেছে পুরভোট। তবে তার দিনক্ষণ ঠিক করবে রাজ্য সরকার। পুরনির্বাচন আইন অনুযায়ী, ভোটের দিন ঠিক করে রাজ্য সরকার। তা চূড়ান্ত করে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১০ মার্চের পরে রাজ্য পুর-নগরোন্নয়ন দপ্তর ভোটের দিন কবে, তা চিঠি দিয়ে জানিয়ে দেবে বলে জানা গিয়েছে। যতদূর জানা গিয়েছে, এপ্রিল মাসে দু’দফায় ভোট হবে। ১০২টি পুরসভার ভোটগ্রহণ হবে। রাজ্য নির্বাচন কমিশন সেই মতো প্রস্তুতিও নেওয়া শুরু করেছে। দুটি পুরসভা বাদে বাকি সব পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস ও সংরক্ষণের তালিকা প্রকাশিত হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর সেই তালিকার উপর ভিত্তি করেই ভোটগ্রহণ হবে। ফলে মার্চ থেকেই রাজ্যে পুরভোটের দামামা বেজে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।