মালদা

কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতিকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি সহ ১০ দফা দাবি নিয়ে সাংবাদিক বৈঠক

হক জাফর ইমাম, মালদা: মালদা জেলার কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভানেত্রী লক্ষ্মী গুহকে মারধর করার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি সহ মোট ১০ দফা দাবি নিয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন মালদা জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম। বুধবার দুপুর দেড়টা নাগাদ, জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। মোস্তাক আলম ছাড়াও এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, বিধায়ক ভূপেন্দ্র নাথ হালদার, মুত্তাকিন আলম, মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কালীসাধন রায়, কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভানেত্রী লক্ষী গুয় সহ অন্যান্য নেতা কর্মীরা। সাংবাদিক বৈঠকে কংগ্রেসের জেলা সভাপতি মোস্তাক আলম বলেন, জেলার বিভিন্ন প্রান্তে কংগ্রেস কর্মীদের উপর হামলা করা হচ্ছে। অভিযোগ জানালেও দোষীরা প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছেনা। গত কয়েকদিন আগে কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভানেত্রী লক্ষী গুহকে মারধর করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানালেও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ।
পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি বলেন, যদি দোষীদের গ্রেফতার না করা হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।